কান করে শোঁ শোঁ?
কানে শোঁ শোঁ করা বা ভোঁ ভোঁ করার মতো সমস্যা সাধারণ ঘটনা ভেবে অবহেলা করা উচিত নয়। কোনো আওয়াজ না থাকা সত্ত্বেও কেউ যদি কানে এমন আওয়াজ শোনেন, তাহলে তাঁর কানে সমস্যা আছে বলেই ধরে নিতে হবে।
কেন হয়, কাদের হয়: কানের বিভিন্ন ধরনের রোগে এ সমস্যা হয়ে থাকে। কানে ময়লা জমে গিয়ে আটকে থাকলে, বাইরে থেকে কোনো কিছু কানে ঢুকে দীর্ঘদিন থেকে গেলে কিংবা কানে জীবাণুর সংক্রমণসহ যেকোনো কারণে প্রদাহ হলে কানে শোঁ শোঁ করতে পারে। হরহামেশা কানের ড্রপ ব্যবহার করলে এ সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ক্যানসারের কিছু ওষুধ ব্যবহারের ফলেও এমনটা হতে পারে।
করণীয়: নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। কখনোই নিজে থেকে কানে ড্রপ দিয়ে চিকিৎসা করবেন না, বা কানে খোঁচাখুঁচি করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
অধ্যাপক এ. এফ. মহিউদ্দিন খান
নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল